ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলজিরিয়ায় দাবানলে ৩৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৫২, ১৮ আগস্ট ২০২২

আলজিরিয়ায় দাবানলে ৩৮ জনের মৃত্যু

.

আলজিরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে অন্তত ৩৮ জনের মৃত্যু এবং আরও বহু মানুষ আহত হয়েছেনদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যাতেও হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা কয়েকটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছেখবর এএফপির। 

বৃহস্পতিবার দেশটির দমকল বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছেস্থানীয় সাংবাদিক ও দমকল বাহিনী জানায়, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ৩৬ জন মারা গেছেনসেখানে তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসআলজিরিয়ার গণমাধ্যমগুলো জানায়, ধোঁয়ায় অন্তত ২০০ জন পুড়ে গেছে বা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেআলজিরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে

গত বছর এই কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে সেখানকার এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়বৃহস্পতিবার সকালে আলজিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী আয়মান বেনাবদের রহমান দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শন করছেননাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এল তারফ সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাসেখানে প্রায় ১৬টি দাবানল বেড়েছেতবে কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের শিখা বহু বাড়ি ও গ্রামে পৌঁছে গেছেপ্রতি বছরই উত্তর আলজিরিয়া দাবানলের কবলে পড়ে।  গত আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ আলজিরিয়ার কাবিয়েল অঞ্চলে একই সঙ্গে কয়েকটি স্থানে দাবানলের জন্য অগ্নিসংযোগকে দায়ী করেন

×