ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তেলের খনির সন্ধান

আরটি

প্রকাশিত: ২১:১৬, ৫ জুলাই ২০২২

তেলের খনির সন্ধান

তেলের খনি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গোটা বিশ্বে জ্বালানি তেলের সঙ্কটের মধ্যেই রাশিয়ায় আবিষ্কার হয়েছে বিশাল এক তেলের খনিদেশটির প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফত এ আবিষ্কারের ঘোষণা দিয়েছেরোজনেফত জানিয়েছে, তারা আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছেএ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছেসাম্প্রতিককালে রাশিয়া যে সব তেলের খনি আবিষ্কার করেছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম বড় খনিএই খনির তেলের মান খুবই উন্নত, এই তেল হাল্কা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম। -আরটি

×