ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় দূতাবাস হামলায় পাক সেনাদের সংশ্লিষ্টতার অভিযোগ

প্রকাশিত: ১৯:০৫, ১৩ জানুয়ারি ২০১৬

ভারতীয় দূতাবাস হামলায় পাক সেনাদের সংশ্লিষ্টতার অভিযোগ

অনলাইন ডেস্ক‍॥ চলতি মাসের শুরুতে আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। বালখ প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ কামাল সাদাত বলেন, ‘‘আমরা নিজের চোখে দেখেছি এবং ৯৯ শতাংশ নিশ্চিত যে আক্রমণকারীরা পাক সেনাবাহিনীর লোক। হামলা চালানোর ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ ছিল ওদের।” ৩ জানুয়ারি থেকে একটানা ২৫ ঘণ্টা ভারতীয় দূতাবাসের উপর আক্রমণ চালায় পাকিস্তানি সরকারের সেনা সদস্যরা। এ হামলায় নিহত হয় এক আফগান পুলিশ। আহত তিন সাধারণ নাগরিকসহ নয় জন। সাদাত আরও বলেন, ‘‘হামলাকারীরা পাকিস্তান সামরিক বাহিনীর লোক ছিল। প্রশিক্ষিত, বুদ্ধিমান এবং যথেষ্ট তৈরি। আল্লার রহমতে আমরা ওদের শেষ করতে পেরেছি।” আফগান পুলিশ বাহিনীর শীর্ষস্তরের এক কর্তার এহেন অভিযোগ ভারত-পাক সম্পর্কের উপরে কী প্রভাব ফেলে সেটা দেখার বিষয়।
×