ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সৌদি আরব থেকে সহজ শর্তে ডেনমার্কের ভিসা

প্রকাশিত: ২১:৫৫, ৩ আগস্ট ২০২৪

সৌদি আরব থেকে সহজ শর্তে ডেনমার্কের ভিসা

ডেনমার্কের ভিসা

৫৭ লাখেরও বেশি মানুষের নর্ডিক দেশ ডেনমার্ক মূলত ৪৪৩টি দ্বীপের এক দ্বীপপুঞ্জ। নিম্নভূমির এই দেশটির আবহাওয়া নাতিশীতোষ্ণ। বিশ্বের সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম। শিক্ষাক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। বরং দেশটির উচ্চমানের জীবনযাত্রার কারণে হাজারো শিক্ষার্থী ডেনমার্ক অভিমুখী হন উচ্চশিক্ষার জন্য। এছাড়া কাজের জন্য এই দেশটিতে লোকজন পাড়ি জমাচ্ছেন।

বাংলাদেশ থেকে বেশির ভাগ শিক্ষার্থী স্নাতকোত্তরের জন্য ডেনমার্ক গেলেও, সেখানে স্নাতক করারও বেশ ভালো সুযোগ রয়েছে। এইচএসসি পাস বা মাধ্যমিক ডিপ্লোমাধারীরা তাদের সনদ দিয়ে ডেনমার্কে ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন।

এদিকে, পড়াশোনা বা কাজের জন্য সৌদি আরব থেকেও ডেনমার্ক এ পাড়ি জমাতে পারেন। সৌদি আরব থেকে ডেনমার্কের ভিসা পাওয়ার জন্য কিছু সহজ শর্ত রয়েছে, যা সাধারণত নিম্নরূপ:

১. ভিসার প্রকার: ডেনমার্কে সফরের উদ্দেশ্য অনুযায়ী ভিসার প্রকার নির্বাচন করুন (যেমন: ট্যুরিস্ট, ব্যবসা, স্টাডি ইত্যাদি)।

২. আবেদন ফরম: ডেনমার্কের সরকারী ওয়েবসাইট থেকে ভিসা আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করুন।

৩. দলিলাদি: নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত করুন:
   - পাসপোর্ট (যার বৈধতা সফরের পরেও ৩ মাস থাকবে)
   - ফটো (নির্দিষ্ট মাপের)
   - ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করে চিঠি
   - থাকার এবং ফ্লাইটের টিকিটের কপি
   - আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট)
   - স্বাস্থ্য বীমা
৪. অফিস: ডেনমার্কের কনস্যুলেট বা ভিসা আবেদন কেন্দ্রের সাথে যোগাযোগ করুন এবং আবেদন জমা দিন।

৫. ফি: ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে।

৬. সাক্ষাৎকার: কিছু ক্ষেত্রে সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।

এটি সাধারণ প্রক্রিয়া, তবে নির্দিষ্ট শর্তাবলী পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় কনস্যুলেটের সাথে যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ হবে।

 

এম হাসান

×