ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ায় যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন

খবর বিবিসির

প্রকাশিত: ২১:১৪, ১৭ আগস্ট ২০২২

রাশিয়ায় যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন

মস্কোতে একটি প্রতিযোগিতায় চীনের সেনারা

রাশিয়ায় একটি যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে চীনবুধবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছেযৌথ মহড়ায় ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তানসহ আরও কয়েকটি দেশ অংশগ্রহণ করবেখবর বিবিসির

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণ বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট নয়গত মাসে মস্কো ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভস্তোক’ (পূর্ব) নামের যৌথ মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছিলযদিও দেশটি ইউক্রেনে একটি যুদ্ধে লিপ্ত রয়েছেওই সময় বলা হয়েছিল, মহড়ায় কয়েকটি বিদেশী বাহিনী অংশগ্রহণ করবেতবে দেশগুলোর নাম উল্লেখ করা হয়নিরাশিয়ার এ ধরনের যৌথ সামরিক মহড়া সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিলওই সময় চীন প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলবুধবারের বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, মহড়ায় অংশগ্রহণ রাশিয়ার সঙ্গে চলমান বার্ষিক দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ

×