ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিনগ্রহী প্রাণীর সন্ধান!

ইয়াহু নিউজ

প্রকাশিত: ২৩:১৯, ২৪ মে ২০২৩

ভিনগ্রহী প্রাণীর সন্ধান!

ভিনগ্রহী প্রাণীর সন্ধান মিলল নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে

ভিনগ্রহী প্রাণীর সন্ধান মিলল নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে। চাঞ্চল্যকর এমন দাবি করে এলিয়েনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাইলি মর্ম্যান নামে নিউজিল্যান্ডের এক মহিলা বাসিন্দা। পাপামোয়া সমুদ্রসৈকতে সকালে হাঁটার সময়ই মহিলার চোখে পড়ে অদ্ভুত এক জীব, যা সমুদ্রের ঢেউয়ের সঙ্গেই ভেসে এসেছে বলে মনে করা হয়। নিউজিল্যান্ডের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করে কাইলি বলেন, দেখে মনে হচ্ছিল তাঁবু আকৃতির কিন্তু কৃমির মতো দেখতে কোনো জীব। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন কাইলি। ব্যাপক ভাইরাল ছবিতেই স্পষ্ট, জীবটি ৫ মিটার দৈর্ঘ্যরে।

কাইলির পোস্ট ভাইরাল হতেই আরও একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একই ধরনের ছবি পোস্ট হয়। যার জেরে ফের আলোচনায় চলে আসে পৃথিবীতে ভিনগ্রহীর অস্তিত্ব। বিভিন্ন সোশ্যাল মাধ্যমে শেয়ার হয় ছবিটি। সঙ্গে একই মন্তব্য, ‘হাজির এলিয়েনরা’। এরপরই এ বিষয়ে মুখ খুলেছেন অকল্যান্ড মিউজিয়ামের কিউরেটর উইলমা ব্লম। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই প্রাণীটি আসলে লেপাস অ্যানাটিফেরা। এটি আদতে এক ধরনের শামুক বলেও জানান তিনি। নিউজিল্যান্ডের আশপাশে এ ধরনের শামুক আগেও দেখা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে সরকারি এক আধিকারিকও। বছরের পর বছর ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দেখতে পাওয়া নিয়ে নানা খবর প্রকাশিত হয়। এলিয়েন বা ভিনগ্রহী বাস্তবেই আছে কিনা তা নিয়ে তদন্তের শেষ নেই। -ইয়াহু নিউজ

×