
.
আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে কর্মীদের ঐচ্ছিক ছুটি দিয়েছে ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি কোম্পানি। রবিবার এক প্রতিবেদনে জানানো হয়, বেঙ্গালুরুভিত্তিক ওয়েকফিট নামের স্টার্ট-আপ কোম্পানির পক্ষ থেকে একটি ইমেল করে জানানো হয়- আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে ওয়েকফিট তার সব কর্মীকে নিয়ে আন্তর্জাতিক ঘুম দিবস উদ্যাপন করবে। ঘুম নিয়ে উৎসাহিত আমরা, তাই ঘুমের দিনটিকে উৎসব হিসেবে বিবেচনা করেছি। -এনডিটিভি