ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে বাস দুর্ঘটনা, দগ্ধ হয়ে ৪৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:১২, ২৯ জানুয়ারি ২০২৩

পাকিস্তানে বাস দুর্ঘটনা, দগ্ধ হয়ে ৪৪ জনের মৃত্যু

পাকিস্তানে বাস দুর্ঘটনা। ছবি: সংগৃহীত। 

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে আগুন লেগে গেলে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জানুয়ারি) সকালে ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। 

বিষয়টি নিশ্চিত করে লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, দ্রুতগতিতে ইউটার্ন নেয়ার সময় বাসটি একটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। পরে দ্রুত সময়ের মধ্যে বাসটিতে আগুন লেগে গিয়ে ঘটনাস্থলেই অনেক যাত্রী মারা যান।

তিনি আরও জানান, বাস থেকে এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা তার।  

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, স্থানীয় উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন। ভোরের অন্ধকার ও শীতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।

 

এমএম 

সম্পর্কিত বিষয়:

×