ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধজাহাজ তৈরি করবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৮, ২ ডিসেম্বর ২০২২

যুদ্ধজাহাজ তৈরি করবে সৌদি

সৌদি নৌবাহিনীর যুদ্ধজাহাজ

স্পেনকে সঙ্গে নিয়ে মাল্টি মিশন যুদ্ধজাহাজ তৈরি করতে যাচ্ছে সৌদি আরব। এ লক্ষ্যে ইউরোপের এই দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে রিয়াদ। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিজেদের নৌবাহিনীর জন্য স্পেনের সঙ্গে সৌদি আরব অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করতে যাচ্ছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে এসপিএ।

এ লক্ষ্যে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন নাভান্তিয়া কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মূলত মাল্টি মিশন যুদ্ধজাহাজ বলতে প্রাণঘাতী ও অত্যন্ত কৌশলী রণতরীকে বোঝানো হয়ে থাকে। এই ধরনের যুদ্ধজাহাজ সমুদ্র তীরবর্তী ভূখ- এবং উন্মুক্ত মহাসাগরে অপারেশন চালাতে সক্ষম। -আলজাজিরা

×