ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

প্রকাশিত: ১৮:০৮, ২৮ এপ্রিল ২০২৪

সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খানসহ বেশ কয়েকজন অভিনেতা/অভিনেত্রী। নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এমনটিই জানিয়েছেন।

এর আগে গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটিই বেশ কিছু কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘ঠিক কি কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে।’
 

 

শহিদ

সম্পর্কিত বিষয়:

×