নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহ বিভাগে মেধা অন্বেষণ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গফরগাঁও মুক্তপায়রা খেলাঘর আসর। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রতী সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ হরি চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কার্যনির্বাহী সভাপতি ডাঃ এইচ এ গোলন্দাগ তারা। অনুষ্ঠানে ক, খ ও গ বিভাগের, অভিনয়, সঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কনসহ ৪টি বিষয়ে এ প্লাস পাওয়া গফরগাঁও মুক্তপায়রা খেলাঘর আসরের শিশু শিল্পী অথৈয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এ সময় তিনি ময়মনসিংহকে আধুনিক সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন। তিনি বলেন, এই লক্ষে ইতোমধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে নক্সা ও জরিপের কাজ সম্পন্ন হয়েছে।