ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

জটিল কিছু? মনে থাকছে না? শিখে নিন জাদুকরী কৌশল ‘ফেইনম্যান টেকনিক’

প্রকাশিত: ১১:৪০, ৪ আগস্ট ২০২৫

জটিল কিছু? মনে থাকছে না? শিখে নিন জাদুকরী কৌশল ‘ফেইনম্যান টেকনিক’

ছবি: সংগৃহীত

শেখার প্রক্রিয়াটা আমাদের সারাজীবনের সঙ্গী। শুধু শিক্ষার্থীদের জন্য নয়, কর্মজীবী মানুষদের জন্যও শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সঠিক পদ্ধতিতে না শিখলে অনেক সময় শেখা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে বিজ্ঞানী রিচার্ড ফেইনম্যানের উদ্ভাবিত একটি অসাধারণ কৌশল রয়েছে, যার নাম ফেইনম্যান টেকনিক।

নোবেলজয়ী বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফেইনম্যান জটিল বিষয়কে সাধারণভাবে ব্যাখ্যা করতে পারার জন্য বিখ্যাত ছিলেন। তার শেখার কৌশলও ঠিক তেমনি সহজ ও কার্যকর।

ফেইনম্যান টেকনিকের চার ধাপ

আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার অনুযায়ী, ফেইনম্যান টেকনিক মূলত চারটি ধাপে ভাগ করা:

১. অধ্যয়ন,

২. শেখানো,

৩. ঘাটতি পূরণ,

৪. সরলীকরণ।

চলুন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে জেনে নিই:

১. অধ্যয়ন (Study):

প্রথমে আপনি যে বিষয়টি শিখতে চান তা নির্বাচন করুন। বই পড়ুন, ভিডিও দেখুন বা অন্য উপায়ে তথ্য সংগ্রহ করুন। এরপর নিজের ভাষায় বুঝে যা শিখেছেন তা লিখে ফেলুন। চেষ্টা করুন বিষয়টিকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে।

উদাহরণস্বরূপ, আপনি যদি ইংরেজি গ্রামারের ক্রিয়ার কাল (Tense) শেখেন, তাহলে আলাদাভাবে বর্তমান (Present), অতীত (Past), ভবিষ্যৎ (Future) প্রতিটি টেন্সের (Tense) ব্যবহার ও গঠন বুঝে নিন।

২. শেখানো (Teach):

এখন শেখা বিষয়টি কাউকে বোঝান। সেটা হতে পারে বন্ধুকে, ছোট ভাই-বোনকে বা এমনকি কল্পিত শ্রোতাকেও। শেখানোর সময় বুঝতে পারবেন কোন অংশগুলো আপনি ভালো বুঝেছেন, আর কোনগুলোতে আপনার দুর্বলতা রয়েছে।

যেমন, Present Perfect Tense বোঝানোর চেষ্টা করুন। বোঝাতে গিয়ে যদি আটকে যান, তাহলে বুঝবেন কোন জায়গায় ঘাটতি আছে।

৩. ঘাটতি পূরণ (Fill the Gaps):

এখন ফিরে যান পাঠ্যবই বা অন্যান্য উপকরণে। যেসব জায়গায় অস্পষ্টতা ছিল, সেগুলো ভালোভাবে পড়ে ফেলুন। আরও উদাহরণ খুঁজুন, প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিন।

উদাহরণস্বরূপ, যদি Past Perfect আর Past Continuous নিয়ে দ্বিধায় থাকেন, তবে সে দুটি সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা ও তুলনামূলক উদাহরণ দেখে নিন।

৪. সরলীকরণ (Simplify):

এখন সব কিছু একত্র করে আবার পুরো বিষয়টি ব্যাখ্যা করুন— তবে এবার এমনভাবে যেন একজন শিশু বা নতুন শেখা মানুষও বুঝতে পারে। সহজ ভাষা, সাধারণ উদাহরণ ব্যবহার করুন।

যেমন, টেন্স শেখানোর জন্য বাস্কেটবল খেলার উদাহরণ দিন: ‘কাল খেলেছি’ (Past), ‘আজ খেলছি’ (Present), ‘আগামীকাল খেলব’ (Future)।

কেন কাজ করে এই পদ্ধতিটি?

এই কৌশল শুধু মুখস্থ নয়, প্রকৃত অর্থে বিষয়টি বোঝায় সহায়তা করে। আপনি যদি ইংরেজি গ্রামার, বাস্কেটবল কিংবা কম্পিউটার প্রোগ্রামিং—যাই শিখতে চান না কেন, ফেইনম্যান টেকনিক আপনাকে গভীরভাবে ও পরিষ্কারভাবে শিখতে সাহায্য করবে।

শেখা তখনই সফল হয় যখন আপনি নিজে বোঝেন এবং অন্যকেও বোঝাতে পারেন। আর সেই পথেই আলোর দিশা দেখায় ফেইনম্যান টেকনিক। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে, এই পদ্ধতি আপনার শেখার ধরনই বদলে দিতে পারে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×