ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ইরান-পাকিস্তান ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর, যেসব রূপরেখা নির্ধারিত হল চুক্তিগুলোতে

প্রকাশিত: ১০:৪০, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ১০:৪১, ৪ আগস্ট ২০২৫

ইরান-পাকিস্তান ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর, যেসব রূপরেখা নির্ধারিত হল চুক্তিগুলোতে

ছবিঃ সংগৃহীত

ইরান ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ১২টি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

রোববার (৩ আগস্ট) সকালে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান লাহোর সফর শেষে ইসলামাবাদে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এরপর দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা একটি যৌথ বৈঠকে বসেন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইরান ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১২টি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিগুলোতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, বিচার, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রূপরেখা নির্ধারণ করা হয়েছে।

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্ঞান বিনিময়, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি, জনগণভিত্তিক যোগাযোগ জোরদার এবং আঞ্চলিক সংহতি শক্তিশালী করার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

ইমরান

×