
ছবি: সংগৃহীত
মার্কিন সরকারের শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ হারিয়েছে ভারত। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। এছাড়া ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে ভারত অনাগ্রহী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয়ের প্রস্তাব দেন। তবে কূটনৈতিক উষ্ণতার এই ধারা দীর্ঘস্থায়ী হয়নি।
শিগগিরই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের উচ্চ শুল্ক নীতির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। এছাড়া রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে শাস্তি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এই কূটনৈতিক জটিলতার মধ্যেই নতুন সিদ্ধান্ত জানিয়েছে মোদি প্রশাসন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে ভারত এখন অনাগ্রহী। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সম্ভাবনা কম।
মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানান, ভারত মূলত যুদ্ধবিমান কিনতে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বিমান ডিজাইন ও উৎপাদনে আগ্রহী ছিল। তবে বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সেটি আর সম্ভব নয়।
যদিও প্রতিরক্ষা খাতে সম্পর্ক অনিশ্চিত, তথাপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। ব্লুমবার্গ জানায়, যুদ্ধবিমান না কিনলেও প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ ও যোগাযোগ সরঞ্জাম আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। তবে ট্রাম্পের কৌশলগত চাপের মুখে ভারতের সিদ্ধান্ত যে স্বতন্ত্র ও স্বার্থকেন্দ্রিক হবে, সেটাও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে।
ছামিয়া