ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

লাগেজ খুলতেই বেরিয়ে এলো ২ বছরের মেয়ে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ১১:৪৩, ৪ আগস্ট ২০২৫

লাগেজ খুলতেই বেরিয়ে এলো ২ বছরের মেয়ে!

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের এক নারীকে গ্রেফতার করা হয়েছে শিশু অবহেলা ও নির্যাতনের অভিযোগে। বাসের লাগেজ কম্পার্টমেন্ট থেকে এক জীবিত ২ বছর বয়সী শিশুকে উদ্ধার করা হয় একটি স্যুটকেসের ভিতর থেকে, তারপরেই ওই নারীকে গ্রেফতার করা হয়।
রবিবার (৩ আগস্ট) কাইওয়াকা এলাকায় একটি নির্ধারিত যাত্রাবিরতির সময় এক যাত্রী লাগেজ কম্পার্টমেন্ট খোলার অনুরোধ জানালে বাসচালক ব্যাগটি খুলে নড়াচড়া লক্ষ্য করেন। এরপর স্যুটকেস খুলতেই তিনি দেখতে পান এক শিশু ভিতরে গরমে ক্লান্ত হয়ে আছে, কিন্তু গুরুতর শারীরিক ক্ষতি হয়নি বলে জানান ডিটেকটিভ ইনস্পেক্টর সায়মন হ্যারিসন।

শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রবিবার রাত পর্যন্ত সে সেখানেই পর্যবেক্ষণে ছিল। গ্রেফতার হওয়া নারীকে এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে তিনি শিশু অবহেলার অভিযোগে সোমবার আদালতে হাজির হবেন।

বাস কোম্পানি InterCity জানিয়েছে, ঘটনাটি তাদেরই একটি বাসে ঘটেছে। সংস্থাটি আরও জানিয়েছে, তিন বছরের নিচে শিশুদের জন্য আলাদা ভাড়া নেওয়া হয় না, তারা প্রাপ্তবয়স্কদের কোলে ফ্রিতে ভ্রমণ করতে পারে।

পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন, এবং শিশুটিকে কতক্ষণ ওই স্যুটকেসে রাখা হয়েছিল বা বাসটি কোন শহর থেকে কোথায় যাচ্ছিল, তা এখনও জানানো হয়নি।

মুমু ২

×