
সজীব চৌধুরী
পরিচালক সুজন ইসলাম জীবনের পরিচালনায় নতুন একটি নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সজীব চৌধুরী। পরিচালক জানান ‘গরিব চাষার সুন্দরী বউ’ নামের নাটকটি আজ বুধবার ইউটিউবে প্রকাশ পাচ্ছে। সজীব বলেন, চমৎকার একটা গল্পে আমাকে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য পরিচালক সুজন ভাইয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি নাটকটিতে আমার চরিত্রে মন দিয়ে অভিনয় করতে। পুরো ইউনিট আমার অভিনয়ে ভীষণ খুশি। আশা করছি দর্শকেরও ভীষণ ভালো লাগবে। অনেক বাঁধা, অনেক প্রতিবন্ধকতা এড়িয়ে আমি আজকের এই অবস্থানে এসেছি। অভিনয় দিয়েই আমি সবার প্রিয় সজীব হয়ে উঠতে চাই।
মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে সংস্কৃতি অঙ্গনে সজীব চৌধুরীর যাত্রা শুরু। এরপর আরও বেশকিছু মিউজিক ভিডিওর মডেল হিসেবে এবং পোশাকের স্থির চিত্রের মডেল হিসেবেও সজীব কাজ করেছেন। তবে ২০১৭ সালে তিনি আরণ্যক নাট্যদল থেকে অভিনয় ও সেট ডিজাইন কোর্স সম্পন্ন করেন। আরণ্যক নাট্যদলের ১৩তম ব্যাচের কিছু অভিনেতা অভিনেত্রী মিলে তারা দেশের বাইরে শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু শর্ট ফিল্মে অভিনয় এবং নির্দেশনার কাজ করেন।
প্যানেল হু