
ঠাকুরগাঁওয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি এর মধ্যে সদর উপজেলার সেনুয়া উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
জানা যায়, মোট ৯ জন শিক্ষক নিয়ে প্রথমবারের মতো জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী এবং সেনুয়া উচ্চ বিদ্যালয়ে ৮ জন শিক্ষক নিয়ে এসএসসি পরীক্ষায় ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু উভয় প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করতে পারেনি।
একদিকে পর্যাপ্ত শিক্ষক অন্যদিকে এত কম শিক্ষার্থী তারপরেও শতভাগ ফেল করার বিষয়টি অবহেলা হিসেবে দেখছেন সুশীল সমাজ।
এ বিষয়ে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান ও সেনুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা মোট ৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিষয়টি দুঃখজনক। প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সাথে কথা হয়েছে। এর পিছনে কোন অবহেলা থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও জেলায় মোট ৩৭৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১২ হাজার ৫০২ জন এবং পাশের হার শতকরা ৭০.৪৯। যা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮ টি জেলার মধ্যে প্রথম স্থান দখল করে এগিয়ে রয়েছে ঠাকুরগাঁও জেলা।
Jahan