ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

তেঁতুলিয়ায় এবার আগেভাগেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২২:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

তেঁতুলিয়ায় এবার  আগেভাগেই  দেখা মিলল  কাঞ্চনজঙ্ঘার

তেঁতুলিয়ায় এবার আগেভাগেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এবার আগেভাগে দেখা মিলল হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শরৎয়ের মেঘমুক্ত আকাশে শুক্রবার সকালে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পেরে অনেকেই উচ্ছ্বসিত হয়ে পড়ে। প্রতিবছর হিমালয় কন্যা নামে খ্যাত তেঁতুলিয়া থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে নৈসর্গিক সৌন্দর্যমন্ডি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরুপ দৃশ্য দেখা মিললেও বছর সেপ্টেম্বরের শেষের দিকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা।

শুক্রবার মেঘমুক্ত রৌদ্রজ্জল সকালে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘার বিস্ময়কর সৌন্দর্য দেখে অনেকে ছুটে যায় তেঁতুলিয়ার মহানন্দা নদী তীরের ঐতিহাসিক ডাকবাংলো এলাকায়। কিছুক্ষণের জন্য হলেও উপভোগ করেন কাঁটাতারের বেড়ার ওপারে হিমালয়ের সর্বোচ্চ পর্বত চূড়ায় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠে কাঞ্চনজঙ্ঘার চূড়া।

এরপর মুহূর্তে মুহূর্তে রঙ বদলাতে থাকে। কখনো শুভ্র, কখনো গোলাপী আবার কখনো লাল রঙ নিয়ে হাজির হয় বরফে আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। এমনই দৃশ্য উপভোগ করলেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক মনোমুগ্ধকর দৃশ্য দেখে উচ্ছ্বসিত তেঁতুলিয়ার স্থানীয় সাংবাদিক আব্দুল বাসেত। তিনি বলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে এবার এত আগে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার অপরুপ দৃশ্য। আবুল খায়ের নামে এক প্রকৃতিপ্রেমী তেঁতুলিয়া থেকে দিনাজপুর যাওয়ার পথে হঠাৎ কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান দেখে সড়কে দাঁড়িয়ে তার মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন।

তার মতো তেঁতুলিয়া, বাংলাবান্ধার অনেকেই সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা মাত্র ১১ কিলোমিটার। ছাড়াও সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতাও ৭৪ কিলোমিটার। হিমালয়ের পাদদেশ তেঁতুলিয়া হওয়ায় খালি চোখে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে, প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি অর্থাৎ হেমন্তে দেখা মিললেও এবার সেপ্টেম্বরের শেষে মেঘমুক্ত পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ থাকায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।