ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৭

প্রকাশিত: ২৩:১৫, ২২ মে ২০২২

সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তা, বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা, বগুড়ায় দুই তরুণ, ফরিদপুরের ভাঙ্গায় বৃদ্ধ, চাঁপাইনবাবগঞ্জে ধান কাটার শ্রমিক ও কক্সবাজারে পথচারী রয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম সমিরন চন্দ্র দাস। শুক্র ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চট্টগ্রামে ১৩ পুলিশ কর্মকর্তাসহ আরও একাধিক লোক আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই সমিরন চন্দ্র দাস নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ মে শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিক আপ করে ৩ আসামি ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামি আহত হয়। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কন্সটেবল ও এক আসামিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত এক কনস্টেবল দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। আহতরা হচ্ছেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছে কান্ত সাঁওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা। রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদরের পাঁচপাড়িয়া গ্রামে। বগুড়া ॥ সড়ক দুর্ঘটনায় বগুড়ায় দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু বারোমাইল এলাকায় নওগাঁগামী ধানবাহী ট্রাক একই দিয়ে যাওয়া মোটরসাইকেলে ধাক্কা দিলে তিন আরোহীর দুজন মারা যায়। এদের একজনের নাম আবদুল্লাহ (২৫)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত সাগর হোসেনকে (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বদরশাহ দরগাহ এলাকার প্রধান সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)। এ ঘটনায় মোঃ আফছার (৩৫), আবদুল মাজেদসহ আরও দুজন পথচারী আহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় পুলিশ ভ্যানে থাকা শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছে। প্যারেড শেষ করে ফেরার পথে একটি শহর এলাকার বাস পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। বর্তমানে পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এএসপি (গোয়েন্দা ও গণমাধ্যম) মোঃ সেলিম নেওয়াজ জানান, সকালে উত্তর কাট্টলীতে প্যারেড ছিল। প্যারেড শেষে খুলশীতে শিল্প পুলিশের কার্যালয়ে ফেরার সময় একটি সিটি বাস পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। এতে কারও মাথায়, কারও কোমরে এবং কয়েকজন পায়ে আঘাত পান। আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ফরিদপুর ॥ ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম গুরুদাস পাল (৭৬)। তিনি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগাড়িয়া গ্রামের বাসিন্দা। ওই বৃদ্ধের পাঁচ কন্যা সন্তান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ॥ রাজশাহীর তানোর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর সেতু অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী (৪৫) সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহেদ দফাদারের ছেলে। কক্সবাজার ॥ শনিবার সকালে চকরিয়ার হারবাং লালব্রিজ পয়েন্টে পাজেরো গাড়ির চাপায় পথচারী মনির আহমদ (৭৫) নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হ্যাচারির ম্যানেজার এবং সাতকানিয়া পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র। রাস্তা পারাপারের সময় কক্সবাজারগামী পাজেরো গাড়ি তাকে চাপা দিলে পার্শ্ববর্তী খাদে পড়ে যান তিনি। এতে গাড়ির ড্রাইভারও আহত হয় বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে।
×