ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

উড্ডয়নের ৭ মিনিটেই  বিধ্বস্ত হয় বিমান, অতপর...

প্রকাশিত: ০৭:৩০, ২ জুলাই ২০২৫

উড্ডয়নের ৭ মিনিটেই  বিধ্বস্ত হয় বিমান, অতপর...

উড্ডয়নের ৭ মিনিটেই  বিধ্বস্ত হয় বিমান

একটি প্রাইভেট বিমান উড্ডয়নের মাত্র সাত মিনিট পরেই বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমসে জিম ওয়েলার ও তার পরিবারের তিন সদস্য।পরিবারসহ ছুটি কাটাতে যাচ্ছিলেন তিনি। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা-৪৪১ মডেলের এই বিমানটি উড্ডয়ন করে। তবে মাত্র ৭ মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিমানটি বোজম্যান, মন্টানার উদ্দেশে যাত্রা করেছিল। ধনাঢ্য শিল্পপতি জেমস জিম ওয়েলার ও তার পরিবার ছুটি কাটাতে সেখানে যাচ্ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুজন অভিজ্ঞ পাইলট ও চারজন যাত্রী ছিলেন। তবে তাদের কেউই বেঁচে নেই। এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটানো সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।

তাসমিম

×