ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে অর্ধশত চা চাষীকে চা বোর্ডের চেয়ারম্যানের প্রণোদনা বিতরণ

প্রকাশিত: ১৬:১৩, ২৫ মার্চ ২০২২

লালমনিরহাটে অর্ধশত চা চাষীকে চা বোর্ডের চেয়ারম্যানের প্রণোদনা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে সমতলের অর্ধশত চা চাষীকে প্রণোদনা দেয়া হয়েছে। কৃষকদের হাতে এই প্রণোদনা সামগ্রী তুলে দেন বাংলাদেশ চা বোর্ড়র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম(এনডিসি,পিএসসি)। ২৪ মার্চ বৃহস্পতিবার ইরাডিকেশন অব রুরাল প্রোর্পাটি বাই এডটেনশন অব অল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট প্রকল্পের আওতায় এক দিনের চা চাষীদের প্রশিক্ষণ শেষে প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প পরিচালক ডক্টর এ কে এম রফিকুল হক, প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের কৃতিসন্তান বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম (এনডিসি,পিএসসি), বিশেষ অথিতি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, লালমনিরহাট চা চাষ প্রকল্পের পরিচালক আরিফ খান। উল্লেখ্য, মেজর জেনারে মোঃ আশরাফুল ইসলাম এনডিসি/পিএসসি জেলার প্রথম কোন সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে আসীন হয়েছে।
×