ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রায়পুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

প্রকাশিত: ২০:৩৮, ২৭ জানুয়ারি ২০২২

রায়পুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী ॥ নরসিংদীর রায়পুরায় নরসিংদী জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করে রায়পুরা বাজারের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ২৪ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, রায়পুরা বাজারের রায়পুরা কাচ্চি ঘরকে অন-অনুমোদিত রং ব্যবহার করায় পাঁচ হাজার টাকা, ভূইয়া ফার্মেসীকে মেয়াদ বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে আট হাজার টাকা, মধুময় মিষ্টিঘরকে মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় এবং খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষন করায় পাঁচ হাজার টাকা, আদি রমনী মোহন মিষ্টি ঘরকে মাছিযুক্ত মিষ্টি বিক্রয়ের জন্য চার হাজার টাকা ও রায়পুরা ক্রাউন ক্যাফে এ্যান্ড পার্টি সেন্টারকে কিচেনে খোলা ময়লায় পাত্র রাখায় দুই হাজার টাকা জরিমানা সহ সর্বমোট নগদ ২৪ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। সেই সাথে খাদ্যদ্রব্যেও নিরাপত্তা ও পন্যেও গুনগত মান নিশ্চিত সর্ম্পকে ব্যবসায়ীবৃন্দকে সচেতন করা সহ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর লিফলেট বিতরন করা হয়। এ সময় রায়পুরা থানার পুলিশ এস আই ওয়াহাব ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
×