
নড়াইলে ওলামাদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী নড়াইল জেলা ওলামাদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মাদ সেলিম রেজা।
জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মওলানা তৈবুর রহমানের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আরো ছিলেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাসর জাহাঙ্গির আলম, সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মওলামা মোশাররফ হোসেন, নড়াইল পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, নড়াইল জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহদত কবীর রুবেল,সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধের মানুষদের নিয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের আহবান জানান। এবং যথাসময়ে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য বর্তমান সরকারে কাছে জোর দাবী জানান।
তাসমিম