ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৪:১৪, ১২ জুলাই ২০২৫

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও চন্ডিদার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ৭৬ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে, Oris (অরিস) সিগারেট, Patron (প্যাট্রন) সিগারেট, জিরা, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই মালামাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় মোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো। বিজিবি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

মোঃ সাইফুল ইসলাম/রাকিব

আরো পড়ুন  

×