
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান
গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
সরকার সব সময় গ্রাম পুলিশের সহযোগিতা পেয়েছে এবং পাচ্ছে উল্লেখ করে সম্মেলনে উপস্থিত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশের ক্রান্তিকালে গ্রাম পুলিশ সদস্যরা নিরপেক্ষ থেকে জনগণের পাশে রয়েছে। ইউনিয়ন পরিষদগুলো পাহারা দিয়ে সরকারি সম্পদ রক্ষা করেছেন। আগামীতেও জনগণের পাশে থেকে তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন বলে আশাব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান এবং আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মজিবুল হক। অতিথিবৃন্দ বিভিন্ন দিক—নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সম্মেলনে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তাসমিম