ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ মানুষের বিশ্বাসহীনতা শেয়ারবাজারের দুর্বলতা

প্রকাশিত: ২১:৪৩, ২৭ জানুয়ারি ২০২২

সাধারণ মানুষের বিশ্বাসহীনতা শেয়ারবাজারের দুর্বলতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাধারণ মানুষের বিশ্বাসহীনতা শেয়ারবাজারের দুর্বলতা মন্তব্য করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেছেন, দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও শেয়ারবাজার ও বীমায় সবচেয়ে পিছিয়ে রয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, এই দুই জায়গায় বিনিয়োগ করলে দায়িত্বরত ব্যক্তিরা ঠকায় বলে সাধারণ মানুষ (বিনিয়োগকারী) ধারণা করে। এই অনাস্থা কাটিয়ে তুলতে হবে। আমাদেরকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে পরিণত হতে হবে। ডিএসইর পেপার বা কাগজ থেকে অনলাইনে সব কাজকর্ম শুরু করার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক সালমা নাসরীন, প্যানেল আলোচক হিসেবে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, রিচার্ড ডি রোজারিও, ছায়েদুর রহমান ও জিয়াউর রহমান।
×