স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর ধর্ষন মামলায় ধর্ষক জাহিদুল ইসলামকে(৪০) গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতকারকৃত জাহিদুল ইসলাম উক্ত ইউনিয়নের খালিশাপচা গ্রামের খছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারী ভোরের দিকে একই গ্রামের হুমায়ুন (ছদ্মনাম) বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী(১৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে বড়ির বাহিরে জাহিদুল তাকে জোড়পূর্বক ধর্ষন করে। সেই কিশোরী বাড়িতে বাবা মাকে জানালে সেদিন দুপুরে তার মা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলা নম্বর- ১৫ (০১)২২। ঘটনার পর থেকে আসামী জাহিদুল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জীবন সঙ্গিয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করেন।