ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে সবুজ পোশাক কারখানা ১৫৫ ছাড়িয়েছে

প্রকাশিত: ২১:৪৩, ১২ জানুয়ারি ২০২২

দেশে সবুজ পোশাক কারখানা ১৫৫ ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা মহামারীর মধ্যে রফতানিতে চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ, সেই সঙ্গে বেড়ে চলেছে পরিবেশবান্ধব সবুজ পোশাক কারখানার সংখ্যা। দশ বছর আগে দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র ১টি। এখন সেই সংখ্যা বেড়ে ১৫৫টিতে দাঁড়িয়েছে। যা এই খাতের রফতানি বাড়াতে অবদান রাখছে বলে জানিয়েছেন রফতানিকারকরা। গত রবিবার পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি এ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ পেয়েছে আরও দুই পোশাক কারখানা। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়। কারখানা দুটি হচ্ছে, শারমিন এ্যাপারেলস এ্যান্ড শারমিন ফ্যাশনস এবং এ এম ডিজাইন লিমিটেড। শারমিন এ্যাপারেলস এ্যান্ড শারমিন ফ্যাশনস পেয়েছে লিডের প্লাটিনাম ক্যাটাগরি। বিভিন্ন সূচকে ১১০ পয়েন্টের মধ্যে ৮০ পয়েন্টের ওপরের কারখানাকে প্লাটিনাম সনদ দেয়া হয়। এএম ডিজাইনের ক্যাটাগরি গোল্ড। রেটিং পয়েন্ট ৬০ হলেই গোল্ড ক্যাটাগরির সনদ দেয়া হয়। যুবকদের জন্য স্বল্প সুদে ১০ লাখ টাকা ঋণ সুবিধা অর্থনৈতিক রিপোর্টার ॥ যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পুঁজির যোগান দিতে ঋণ সহায়তা দেবে এনআরবিসি ব্যাংক। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদফতর ও এনআরবিসি ব্যাংক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের উপস্থিততে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।
×