ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারতের সাথে সড়ক পথে যাতায়াত চালু করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮:৫৫, ৮ ডিসেম্বর ২০২১

ভারতের সাথে সড়ক পথে যাতায়াত চালু করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলা্ইন রিপোর্টার ॥ যত দ্রুত সম্ভব ভারতের সাথে সড়ক পথে যাতায়াত চালু করা হবে বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম । তবে করোনা পরিস্থিতিও বিবেচনা করতে হবে। বুধবার (ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে ৩ দিনের সরকারি সফরে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, এই স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য চালু রয়েছে। তবে যাতায়াত করতে পারলে আরও সুবিধা হবে। ভারত ভ্রমনে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে আছে। এ ব্যাপারে ভারতের সাথে আলোচনা করা হবে। তবে করোনার নতুন ধরণ ওমিক্রন বিচেনায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করে চলতে হবে। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের মূলভিত্তি হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। তাই ভারতের রাষ্ট্রপতি ১৫ ডিসেম্বর বাংলাদেশ আসছেন। তিনি স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন।
×