ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আবরার হত্যা ॥ রায় দ্রুত কার্যকরের দাবি

প্রকাশিত: ১৫:২৪, ৮ ডিসেম্বর ২০২১

আবরার হত্যা ॥ রায় দ্রুত কার্যকরের দাবি

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির ফাঁসিও ৫ জনের যাবজ্জীবনের রায় দেয়া হয়েছে। রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে সকলের আস্তার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায়ের দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি এবং আবরারের পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আশাবাদ ব্যক্ত করছি যে, এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে। আজ বুধবার এ রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সাথে আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক; কাউকেই যেন রাজনৈতিক অপসংস্কৃতির বলি না হতে হয়।’ বিবৃতিতে তারা আরও বলেন, ‘আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ৩ জন (এহতেশামুল রাব্বি তানিম, মুজতবা রাফিদ, মোর্শেদ-উজ-জামান মন্ডল জিসান) এখনো পলাতক। আমরা জোর দাবি জানাচ্ছি, পলাতক তিনজনকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হউক।’
×