ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবু-দীপার মনোলোক

প্রকাশিত: ০০:০৯, ৭ ডিসেম্বর ২০২১

বাবু-দীপার মনোলোক

স্টাফ রিপোর্টার ॥ একটি মনস্তাত্ত্বিক সিনেমা ‘মনোলোক’। শহীদ রায়হান পরিচালিত প্রথম সিনেমা এটি। এতে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবু ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। রাজধানীর ইস্কাটনে একটি হাউজে শুধুমাত্র বাবু ও দীপার অভিনয়ের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হলো এ সিনেমার শূটিং। সিনেমার গবেষণা ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন সাহিল রনি। ফজলুর রহমান বাবু বলেন, এ ছবির বিশেষত্ব হচ্ছে, সাধারণত সিনেমার গল্প যেভাবে বলা হয়ে থাকে তার চেয়ে বলার ধরন একটু ব্যতিক্রম। বলা যেতে পারে এটি একটি নিরীক্ষাধর্মী সিনেমা। পরিচালক শহীদ রায়হানের দৃষ্টিভঙ্গি আমার কাছে বেশ নতুন মনে হয়েছে। আমাদের সিনেমায় এখন অনেক নতুন মানুষ সম্পৃক্ত হচ্ছেন যারা সিনেমা নির্মাণ করছেন, স্ক্রিপ্ট লিখছেন। মেধাবী মানুষেরা আসছেন। আমি মনে করি, এটি সিনেমার জন্য অনেক ভালো একটি বিষয়। আমি বিশ^াস করি, এভাবেই বিভিন্ন ধরনের অর্থাৎ মনোলোকের মতো ভাল কাজের মধ্য দিয়ে আমাদের বাংলা সিনেমা আরও এগিয়ে যাবে। আমি বিশ^াস করি শহীদ রায়হানের এই সিনেমাটি যারা দেখতে হলে আসবেন, তারা নতুন ধরনের একটি সিনেমা দেখতে পাবেন। দর্শক সব সময়ই আমাদের সঙ্গে ছিলেন এবং আমার বিশ^াস আগামীতেও থাকবেন। কারণ দর্শকের জন্যই আমরা অভিনয় করি। দীপা খন্দকার বলেন, আমি এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছি, তার মধ্যে এর গল্পটা একেবারেই আলাদা-অন্যরকম।
×