ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাফিন আহমেদকে ছাড়াই মাইলসের কনসার্ট

প্রকাশিত: ২৩:০৪, ৫ ডিসেম্বর ২০২১

শাফিন আহমেদকে ছাড়াই মাইলসের কনসার্ট

অনলাইন ডেস্ক ॥ ব্যান্ডদলের শিল্পীদের কাছে অন্য রকম জায়গা কনসার্ট। পাশাপাশি আয়েরও মাধ্যম। করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ ছিলো 'ওপেন এয়ার কনসার্ট'। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আবারো সরগরম হয়ে উঠেছে কনসার্টের মৌসুম। ইতোমধ্যে অনেক গুলো ব্যান্ডদল অংশ নিচ্ছে ঢাকা সহ সারাদেশে আয়োজিত বিভিন্ন কনসার্টে। দীর্ঘ বিরতির পর এবার দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলসও শুরু করেছে তাদের কনসার্ট যাত্রা। তবে মাইলস এবার কনসার্টে অংশ নিয়েছে শাফিন আহমেদকে ছাড়াই। গত ২৭ নভেম্বর মাইলসের বর্তমান লাইন আপের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দেন দলটির প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। আনুষ্ঠানিকভাবে ব্যান্ডদলের সদস্যদের নিয়ে মাইলস কোন ঘোষনা না দিলেও, এরই মধ্যে তাকে ছাড়াই কনসার্ট শুরু করেছে ব্যান্ডদলটি। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজনে ‘বিজয়ের ৫০ বছর লাল সবুজের মহোৎসব’ নামে পহেলা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে ৪ ডিসেম্বর শাফিন আহমেদকে ছাড়াই কনসার্টে অংশ নিয়েছে মাইলসের অন্যান্য সদস্যরা। মাইলসের অন্যতম প্রধান ভোকাল ও লিড গিটারিস্ট হামিন আহমেদ জানিয়েছেন 'বর্তমান লাইন আপ নিয়েই মাইলস হাতির ঝিলের উন্মুক্ত মঞ্চে বাজাবে। আশা করি কনসার্টটি সবাই উপভোগ করবেন।'
×