ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরায় ব্রিজের মধ্যে গর্ত, ঝঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশিত: ১৮:১০, ২৪ অক্টোবর ২০২১

রায়পুরায় ব্রিজের মধ্যে গর্ত, ঝঁকি নিয়ে চলছে যানবাহন

সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) ॥ নরসিংদীর রায়পুরার মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে একটি ব্রিজের মাঝে কিছু অংশ ভেঙে গেছে। এতে প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। শনিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, ব্রিজটির মাঝখানে বড় একটি গর্ত। ব্রিজের ডালাই খসে পড়ে রড দেখাগেছে। কয়েকটি বাঁশের খুঁটিতে একটি লাল নিশানা টানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাহেরচর খালের উপর দীর্ঘদিনের পুরোনো ব্রিজটি প্রায় ৬ থেকে ৭ মাস আগে ব্রিজের মাঝে কিছু অংশ পলেস্তারা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রায় ১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। যার ফলে এলাকাবাসী যাতায়তে চরম ভোগান্তির শিকার হচ্ছে। একপাশের সড়কটি দিয়ে বাহেরচর,খানাবাড়ি, মেজেরকান্দি,আমিরগঞ্জসহ বেশ কয়েকটি গ্রামের আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়ক রয়েছে। অপরপাশে এলাকার সর্ববৃহৎ গ্রামীণ হাট চরসুবুদ্ধি বাজার। তাছাড়াও চরসুবুদ্ধি, হাইরমাড়া, মনিপুরা ইউনিয়নের মানুষ যাতায়াত করে। উপজেলা সদর জেলা শহরে যাওয়ার জন্য এ এলাকার মানুষ সংযোগ সড়ক হিসাবে ব্যবহার করে। এ সড়ক দিয়ে জেলা সদরে যেতে দূরত্ব কম হওয়ায় যাতায়াতের সময় ও টাকা সাশ্রয় হয়। কিন্তু ব্রিজটির মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় কৃষি পূন্য আনা-নেওয়াসহ ভারি যানবাহন চলাচলে জনসাধারণের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয়রা বলেন, প্রায়ই দেখি কয়েকদিন পরপর রাতে সেতুতে দুঘর্টনা ঘটে। বেশি দুঘর্টনায় পড়েন পথচারী এবং মোটরসাইকেল চালকরা। ব্রিজটি দিয়ে সবজি কৃষি পূন্য আনা-নেওয়া করতে ভাড়ি যানবাহন বন্ধ থাকায় দূর্ভোগ পোহাচ্ছি। ভ্যানগাড়ী,ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, মোটর বাইক, বাইসাইকেল পথচারীদের চলাচলের জন্য খুব কষ্টকর। দ্রুত মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিলেও কোন কাজের কাজ হচ্ছে না। ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বলেন, প্রতিদিনদিন কয়েকবার যাতায়াত করে থাকি বেশির ভাগ সময় যানজটের সৃষ্টি হয়। ঝুঁকি নিয়েই চলতে হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না জানান, ইতিমধ্যে ১৮ মিটারের এই ব্রিজটি দ্রুত নির্মাণের লক্ষ্যে ড্রইং ডিজাইন করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অচিরেই দরপত্র আহ্বান করা হবে।
×