ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পূজামণ্ডপে হামলা প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪১, ২৩ অক্টোবর ২০২১

পূজামণ্ডপে হামলা প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ সম্প্রীতির বাংলাদেশে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, বাড়িঘরে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে আজ শনিবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী কৃষকলীগের উদ্যোগে মানববন্ধ কর্মসূচী পালিত হয়। এর পর পরই সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধ কর্মসূচী পালিত হয়। অপর দিকে সকাল ৯ টা থেকে স্থানীয় লঞ্চ ঘাট চত্ত্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচী শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে। এ সময় প্রতিবাদী সঙ্গীতও পরিবেশন করা হয়। এতে বিভিন্ন ধর্মের মানুষসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি মানুষরা যোগ দেন। বক্তারা বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে মন্দির, দোকান ও বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।” সভায় সংগঠনগুলির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
×