ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসের নিয়মে চলছে ইবির ছাত্রী হল

প্রকাশিত: ১১:২৯, ১৬ অক্টোবর ২০২১

মেসের নিয়মে চলছে ইবির ছাত্রী হল

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক ছাত্রী হলগুলোতে ডায়নিংয়ে খাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা করেছে কর্তৃপক্ষ। হলে অবস্থানকারী শিক্ষার্থীদের মেসের নিয়মের মত সকালের খাবার ব্যতীত অন্তত ৩০ মিল গ্রহণ করতে হবে। কেনো শিক্ষার্থী ৩০ মিল গ্রহণ না করলেও টাকা পরিশোধ করতে হবে। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ছাত্রীরা যাতে হলে নিয়মিত খাবার গ্রহণ করে তাই এই নিয়ম করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) থেকে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবাসিক হলগুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। পঁচা-বাসী খাবার দেওয়ারও অভিযোগ রয়েছে। এতে অনেক সময় শিক্ষার্থীরা পেটের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাই হলের চেয়ে তুলনামূলক খরচ বেশি হলেও বিভিন্ন হোটেলে খাবার গ্রহণ করেন ছাত্রীরা। বর্তমানে হোটেল মালিকরা খাবারের মূল্য আরো বাড়িয়েছে। এতে শিক্ষার্থীরা পুরো সন্তুষ্ট না হলেও দুধের সাধ ঘোলে মেটানোর মত হয়। আবার কেউ হলের কক্ষে রান্না করে খান। এতে খাবারের মানও সন্তুষ্টজনক হয়, খরচও বাঁচে। কিন্ত এখন সেই সুযোগ শিক্ষার্থীদের জন্য সংকীর্ণ করে দিয়েছে কতৃপক্ষ। মেসের মত করে ছাত্রী হলগুলোতে খাবার (মিল) গ্রহণের ব্যাপারে নিয়ম চালু করেছে। শিক্ষার্থীদের সকালের খাবার ব্যতীত অন্তত ৩০ মিল গ্রহণ করতে হবে। কেনো ছাত্রী ৩০ মিল গ্রহণ না করলেও টাকা পরিশোধ করতে হবে। এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী শারমিন বলেন, ‘খাওয়ার ব্যাপারে মেসগুলোতে বাধ্যবাধ্যকতা দেওয়া হয়। কিন্তু হলে কখনো এমন বাধ্যবাধ্যকতা ছিল না। হলের ডায়নিংয়ের খাবারের মান খারাপ তাই মাঝে মাঝে বাইরে থেকে খাই। রাতে বাইরে বের হওয়ার সুযোগ না থাকায় রান্না করে খাই। মিলের ব্যাপারে বাধ্যবাধকতা হল কর্তৃপক্ষের হটকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাতিল করা হোক নতুবা খাবারের মান বৃদ্ধি করা হোক।’ প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল বলেন, ‘হলের অধিকাংশ ছাত্রীই রান্না করে খায়। ফলে হলের ডাইনিং ম্যানেজারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনিতেও করোনার মধ্যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাদেরও পরিবার নিয়ে চলতে হয়। যাতে ছাত্রীরা হলে নিয়মিত খাবার গ্রহণ করে তাই এই নিয়মটি করা হয়েছে।’
×