ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনা বিভাগে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৫১, ৪ আগস্ট ২০২১

খুলনা বিভাগে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনভাইরাস শনাক্ত হয়েছে ৭৪৫ জনের। আজ বুধবার (৪ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া প্রতিবেদনে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট দুই হাজার ৫২০ জন। আক্রান্ত হয়েছেন মোট ৯৬ হাজার ৮৭৬ জন। সুস্থ হয়েছেন মোট ৭৩ হাজার ৯৬২ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় নয় জন, যশোরে সাত জন, মাগুরায় তিন জন, ঝিনাইদহে এক জন, কুষ্টিয়ায় ছয় জন, চুয়াডাঙ্গায় ছয় জন এবং মেহেরপুর জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে খুলনা জেলায় ১০৩ জন, বাগেরহাটে ৪৭ জন, সাতক্ষীরায় ৪৪ জন, যশোরে ১৫০জন, নড়াইলে ৩৯ জন, মাগুরায় ৫৯ জন, ঝিনাইদহে ৭৭ জন, কুষ্টিয়ায় ১৪৩ জন চুয়াডাঙ্গায় ৪০ জন ও মেহেরপুর জেলায় ৪৩জন। বিভাগীয় স্বাস্থ্য দফতর থেকে দেয়া কযেক দিনের তথ্যে দেখা যায় খুলনা বিভাগে এর আগে ৩ আগস্ট ৩১ জন, ২ আগস্ট ২৬ জন, ১ আগস্ট ৪০ জন, ৩১ জুলাই ১৯ জন, ৩০ জুলাই ৩৪ জন, ২৯ জুলাই ৪১ জন, ২৮ জুলাই ৩১ জন, ২৭ জুলাই ৪৬ জন, ২৬ জুলাই ৪৬ জন, ২৫ জুলাই ৪৫ জন, ২৪ জুলাই ৩৩ জন, ২৩ জুলাই ৩০জন, ২২ জুলাই ৪০ জন, ২১ জুলাই ৩৩জন, ২০ জুলাই ৪৩ জন, ১৯ জুলাই ৫২ জন, ১৮ জুলাই ৫১জন, ১৭ জুলাই ৪০ জন, ১৬ জুলাই ৩২ জন, ১৫ জুলাই ৪৭ জন মৃত্যুবরণ করেন।
×