ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ ॥ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১৫, ৪ মে ২০২১

নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ ॥ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক ॥ মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে পদ্মায় বালুবাহী নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। স্পিডবোটের চালক ও মালিকসহ চারজনের বিরুদ্ধে সেমবার রাতে এই মামলা হয়। মামলা করেছেন কাঁঠালবাড়ি ঘাটের নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন। আসামিরা হলেন স্পিডবোটের দুই মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম, চালক শাহ আলম ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম আকন। তাছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হযেছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সে জন্য পুলিশ কাজ করছে। সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাটের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী স্পিডবোট দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সেখান থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবার লাশ রাতেই স্বজনরা নিযে গেছেন।
×