ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

প্রকাশিত: ১৫:১৪, ৫ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

অনলাইন ডেস্ক ॥ কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন এক ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙ্গে ফেলা হয়।আজ শনিবার সকালে তা নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন দল ও সংগঠন। কারা এই ভাস্কর্য ভাংচুরে যুক্ত ছিল তা জানা যায়নি। কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। ওই ভাস্কর্যটিই ভাঙ্গা হয়েছে। ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আজ শনিবার শহরের এনএস রোডে মানববন্ধন করেছে জাসদ। সেখানে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার জুম্মার নামাজে খুৎবা পাঠে বিভিন্ন মসজিদে ভাস্কর্য অপসারণের উস্কানি দেওয়া হয়।
×