ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাইফুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার নৌকার মাঝি

প্রকাশিত: ০০:২৭, ২৫ অক্টোবর ২০২০

সাইফুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার নৌকার মাঝি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে পিকনিকে গিয়ে মদ খেয়ে নেচে গেয়ে মাতলামি ও গালিগালাজ করার জেরে খুন হন ব্যবসায়ী সাইফুল। শ্বাসরোধে হত্যার পর বন্ধুরা সাইফুলের লাশ বালু নদীতে ফেলে দেয়। চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় জড়িত থাকায় নৌকার মাঝিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় পাঁচ বছর পর চাঞ্চল্যকর এ খুনের রহস্য উন্মোচন করেছে পিবিআই। গ্রেফতারকৃতের নাম নজরুল ইসলাম (৩০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার বাসাবাসি এলাকার মোঃ সাইজ উদ্দিনের ছেলে। গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, কালীগঞ্জ থানার বাসাবাসি এলাকার রফিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) তরকারি ব্যবসায়ী। ২০১৫ সালের ১৪ আগস্ট বালু নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় নজরুলকে শনিবার ভোর রাতে বাসাবাসি এলাকা হতে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত নজরুলকে আদালতে হাজির করা হলে সে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এর প্রেক্ষিতে ঘটনার প্রায় পাঁচ বছর পর কালীগঞ্জের ব্যবসায়ী সাইফুল খুনের রহস্য উন্মোচন হয়েছে।
×