ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগাম সবজি চাষে নরসিংদীর কৃষকরা তৎপর

প্রকাশিত: ১৬:৫৪, ২৮ আগস্ট ২০২০

আগাম সবজি চাষে নরসিংদীর কৃষকরা তৎপর

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ আর কযেক দিন পরেই বাজারে আসবে মৌসুমি সবজি। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও রফতানি হয়ে থাকে এখানকার উৎপাদিত সবজি। লাউ, সীম, ফুলকপি, বাধাকপি, বেগুন, টমেটো, বরবটি, করোলা, ঢেড়স, ঝিংগা, পটল, লালশাক, মুলাশাক, পালং শাক, কচুশাক সহ প্রায় সব ধরণের সবজি চাষাবাদ হয় এ জেলায়। নতুন সবজি ক্রেতাদের হাতে পৌছে দিতে চারা রোপন ও মাঠ পরিচর্যায়ে ব্যস্ত এখানকার কৃষকরা। সম্প্রতি বৃষ্টির কারনে ও করোনা ভাইরাসের প্রভাবে আগাম সবজির ক্ষতি পুষিয়ে নিতে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কৃষকেরা। প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদের অধিকাংশই বৃষ্টির কারনে লোকসান হলেও আসন্ন মৌসুমে তা পুষিয়ে নিতে চায় এখানকার চাষীরা। কৃষকরা বলেছেন, সম্প্রতি বৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষতি হলেও বর্তমানে আবহাওয়া অনুকুলে রয়েছে। এমন পরিস্থিতি বহাল থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই মাঠে আসবে নতুন মৌসুমি সবজি। এতে করে আগাম চাষ করা ফসলের ক্ষতি পুষে লাভবান হবেন তারা। শুধু পন্য পরিবহনে যানবাহনের অসুবিধার কারনে নরসিংদী থেকে ঢাকায় পাঠানো সবজির দাম ৫ গুণ বেড়ে যায়। ফলে ভোক্তাদের বেশি দামে সবজি ক্রয় করতে হয়। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক শোভন কুমার ধর জানান, আগাম সবজি চাষে বৃষ্টির কারনে কিছুটা পিছিয়ে আছে কৃষকেরা। চলতি মৌসুমে কৃষকের লাভের বিষয়টি নির্ভর করবে মৌসুমি সবজির বাজার দর নিয়ে। এজন্য কৃষি বিভাগের যথেষ্ট নজরদারী রয়েছে। চলতি মৌসুমে নরসিংদীর বিভিন্ন উপজেলায় ১৮ হাজার ৭ শত ৩৮ হেক্টর জমিতে মৌসুমি সবজির চাষাবাদ হয়েছে।
×