ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামালপুরে নৌকাডুবিতে দুই শিশুসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত: ১৫:১৮, ৩ আগস্ট ২০২০

জামালপুরে নৌকাডুবিতে দুই শিশুসহ তিন জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে নৌকা ডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত তিনজন হলো স্থানীয় উত্তর বাগবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (২৭), রমজান আলীর ছেলে তাহিম (৬) ও আলামীনের মেয়ে আছিয়া আক্তার (৭)। স্থানীয় সাতজনের একটি দল নৌকায় বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। গ্রামবাসী সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ি এলাকার সাত জনের একটি দল নৌকায় করে রবিবার বিকেলে বাড়ির কাছেই বন্যার পানিতে বেড়াতে বের হয়। বেড়ানো শেষে তারা বাড়ির দিকে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাগবাড়ি এলাকায় নৌকাটির তলায় আকস্মিক ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি সেখানে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীদের মধ্যে তিনজনর যাত্রী নিখোঁজ হয়। বাকিরা সাতরে পারে উঠতে সক্ষম হয়। নৌকাডুবিতে তিনজন নিখোঁজের ঘটনা জানাজানি হলে গ্রামবাসী বেশ কয়েকটি নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ তিনজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। তারা হলো উত্তর বাগবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (২৭), রমজান আলীর ছেলে তাহিম (৬) ও আলামীনের মেয়ে আছিয়া আক্তার (৭)। মৃত নূর নবী মৃত শিশু দুটির চাচা হন। নৌকাডুবিতে তিনজনের মৃত্যুর ঘটনায় পরিবারে ও এলাকাবাসীর মাঝে শোকে ছায়া নেমে আসে। রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহের ইউএনও তামিম আল ইয়ামিন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবায়দুর রহমান জানান, যেখানে নৌকা ডুবেছে সেখানে আবাদি জমিতে বন্যার পানি উঠেছে। তেমন গভীর নেই। কিন্তু হঠাৎ করে নৌকার তলা ছিদ্র হয়ে পানি উঠে নৌকাটি উল্টে গিয়ে সম্পূর্ণ ডুবে যায়। এতে দুই শিশুসহ তিনজন মারা গেছে। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন জনকণ্ঠকে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মৃত নূর নবীর দুটি শিশু সন্তান আছে। তার সন্তান দুটির জন্য এবং নৌকাডুবিতে মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
×