ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত বেড়ে ৯০৫

প্রকাশিত: ১২:২৭, ১ জুলাই ২০২০

চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত বেড়ে ৯০৫

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ চাঁদপুর জেলায় নতুন করে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৩১ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫জন। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৮জন। সুস্থ হয়েছেন ২৯৯জন। আজ বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ১৩২টি। এর মধ্যে পজিটিভ ৩১টি এবং নেগেটিভ ১০১টি। আক্রান্ত ৩১ জনের মধ্যে চাঁদপুর সদরের ১৪জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জে ৫, শাহরাস্তি উপজেলার ১জন, হাজীগঞ্জের ১জন, কচুয়া ৩জন, হইমচরের ২জন ও মতলব দক্ষিণে ২জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের একজন মৃত্যুর পরে পজিটিভ এসেছে। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৩৪৩জন, হাইমচরে ৭২, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ৯৮, ফরিদগঞ্জ ৮৯, হাজীগঞ্জ ৯১, কচুয়া ৪৩ ও শাহরাস্তি ১০১জন। তিনি আরও জানান, আজকে জেলায় করোনায় মৃত ব্যাক্তির সংখ্যা ৫৭জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৬, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৪, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৮ ও মতলব দক্ষিণ উপজেলায় ২জন।
×