ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতিয়ায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু, আহত ৩

প্রকাশিত: ১০:৫৯, ২৩ জুন ২০২০

হাতিয়ায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান ঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যবরণ করেছে। এ সময় অগ্নিদগ্ধসহ আরো অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুরের মহিবুল হাসান নিপু(৪০), হাতিয়ার বয়ারচরের রহমত (২৬) ও একই এলাকার খালেদ (৪৫)। চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হালিম জানান, অগ্নিকান্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত আরো তিনজন। এর মধ্যে খালেদ নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আগুনে অন্তত ২০টি দোকান পুড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নিপুর তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়দের নিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
×