ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে বাস খাদে পড়ে নিহত-২, আহত-৫

প্রকাশিত: ১৮:৫০, ২১ জুন ২০২০

কর্ণফুলীতে বাস খাদে পড়ে নিহত-২, আহত-৫

নিজস্ব সংবাদদাতা,পটিয়া,চট্টগ্রাম॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ড্রাম ট্রাক ও বাসের মুখোমূখী সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, হুমায়রা মাহমুদ (৩৫) ও আবদুল হালিম (৪০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বেলা দেড়টার দিকে কলেজবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হুমায়রা মাহমুদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের একজন কর্মী। তার বাসা নগরীর দামপাড়া এলাকায় এবং আবদুল হালিমের বাড়ি বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায়। তিনি শুটকি বিক্রেতা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া ছেড়ে যাওয়া দ্রতগতির চট্টগ্রাম নগরমূখী একটি যাত্রীবাহী বাস কর্ণফুলীর কলেজ বাজার পৌছলে একই সময় রং সাইডে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ মারা যান। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কর্ণফুলী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানিয়েছেন, ড্রাম ট্রাক ও বাসের মুখোমূখি সংঘর্ষ ও পরবর্তীতে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেলে এতে দুইজন যাত্রী মারা যান। আহতদের চমেক হাসপাতালতে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুইটি কর্ণফুলী থানা হেফাজতে রয়েছে।
×