ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দামুড়হুদায় এনজিওকর্মীকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ মে ২০২০

দামুড়হুদায় এনজিওকর্মীকে শ্বাসরোধ করে হত্যা

অনলাইন রিপোর্টার ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাইফুল ইসলাম নামে এক এনজিও কর্মীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে উপজেলার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের পাশের একটি মেহগুনি বাগানে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার দুপুরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম (৩৮) একই উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আব্দার হোসেনের ছেলে ও ব্রাকের চাপাইনবাবগঞ্জ শাখার মাঠকর্মী। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে ঈদের মাংস কিনতে গিয়ে নিখোঁজ হয় সাইফুল। পরে সকাল ১০টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের পাশের একটি মেহগুনি বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। দুপুরে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় দামুড়হুদা থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একই গ্রামের মাংস বিক্রতা রুহুল আমিন ও কসাই নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। দামুড়হুদা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নিহত সাইফুল ইসলামের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
×