ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের বাজারে হামলায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১৮:১৩, ২০ মে ২০২০

মুন্সীগঞ্জের বাজারে হামলায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে প্রতিপক্ষের মামলায় ব্যবসায়ী মনির হোসেন মাঝি (৩৮) নিহত হয়েছে। মনির বাজারটির মাঝি কসমেটিকসের মালিক। আজ বুধবার সকালে দোকানে পণ্য বক্রির সময় আকস্মিক ৭/৮ জন এসে হামলা চালায়। দোকানের ভেতর থেকে মনিরকে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটো চালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে। তিনি জানান, মঙ্গলবার দোকানদারী করে রাজুর অটোতে করে মনির বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোটি একটি সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সাথে রাজুর কথা কাটাকাটির সময় মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এই সময় রাজুর সাথেও মনিরের বেশ কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই সকালে দোকান খোলার পরই রাজু লোকজন নিয়ে মনিরের দোকানে হামলা চালায়। মনির হোসেন মাঝি পাশের মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র। এই ঘটনার পর বড় এই বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
×