ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের দ্বিতীয় পরাজয়

প্রকাশিত: ১২:০২, ২৮ জানুয়ারি ২০২০

জুভেন্টাসের দ্বিতীয় পরাজয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে আরও একবার পরাজয়ের স্বাদ পেল জুভেন্টাস। রবিবার ধুঁকতে থাকা নেপোলির কাছে ২-১ গোলে হেরেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। স্টাডিও সান পাওলোতে অনুষ্ঠিত ম্যাচে পিটর জিয়েলিনস্কি ও লরেঞ্জো ইনসিগনের গোলে মৌসুমের দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও সারির দল। তবে শেষ মুহূর্তে সান্ত¦নার এক গোল করে কেবল ব্যবধানটাই কমিয়েছে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলতি মৌসুমে সিরি এ লীগে এটা তার টানা ৮ ম্যাচে গোল করার রেকর্ড। নেপোলির কাছে হারলেও লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নদের হারের দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে পার্মা এবং হেলাস ভেরোনা। এছাড়া ল্যাযিওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোমা। চলতি মৌসুমেই আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সারি। দুইবারের রানার্সআপ দল ছেড়ে এখানে যোগ দেয়াকে বেইমানি বলেই মনে করে তার সাবেক ক্লাব নেপোলি। এদিন এন্টোনিও কন্টের ইন্টার মিলান ১-১ গোলে কালিয়ারির সঙ্গে ড্র করায় তাদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান গড়ার সুযোগ সৃষ্টি হয়েছিল শীর্ষ দল জুভেন্টাসের। চলতি মৌসুমে ইন্টারের এটা ছিল টানা তৃতীয় ড্র। তবে পূর্ণ তিন পয়েন্ট নিতে ব্যর্থ হওয়ায় সুযোগটা হাতছানি করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তথাপি বর্তমানে জুভেন্টাসের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে দুই নম্বরের দল ইন্টার মিলান। আর তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ল্যাযিও। কারণ নগর প্রতিদ্বন্দ্বী রোমা সিমোন ইনজাগির দলের টানা ১১ ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছে। ১-১ গোলে ড্র হয়েছে ওই ম্যাচটিও। নেপলসে রবিবার বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে স্বাগত জানায় নেপোলি। দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে এদিন। যে কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমানে সমান। অবশেষে ম্যাচের ৬৩ মিনিটে গোল খরা দূর করেন স্বাগতিক দলের তারকা ফুটবলার জিয়েলিনস্কি। ইনসিগনের একটি আক্রমণ জুভেন্টাসের গোলরক্ষক ওজচিয়ে সিজিসনি প্রতিহত করলে ফিরতি বল জালে জড়িয়ে দলকে প্রথম এগিয়ে দেন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে ইনসিগনে নিজেই ভলির সাহায্যে দলের দ্বিতীয় গোলটি আদায় করলে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকরা। এরপর বড় জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখে নেপোলি।
×