ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সিরিজেই ফিরছেন সরফরাজ!

প্রকাশিত: ১১:৪৯, ২ জানুয়ারি ২০২০

বাংলাদেশ সিরিজেই ফিরছেন সরফরাজ!

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ ও মাঠের বাইরে পাকিস্তানের ক্রিকেট নিয়ে আগাম কিছু বোঝার উপায় নেই। বিশ্বকাপের সেমিতে উঠতে ব্যর্থতার পর ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে টি২০ সিরিজ হারে কেবল নেতৃত্ব খোয়ানোই নয়, দল থেকেই বাদ পড়েন সরফরাজ আহমেদ। অথচ তার অধীনে ছোট্ট ফরমেটে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল পাকিস্তান। মাত্র এক সিরিজ পরই আবার ফিরতে যাচ্ছেন সরফরাজ। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে স্থানীয় এক প্রভাবশালী সংবাদকর্মী এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন অস্ট্রেলিয়া সফরে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের পারফর্মেন্সে অসন্তুষ্ট নির্বাচকম-লী। টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের পাকিস্তান টি২০ দলে ফেরার অপেক্ষায় আছেন সরফরাজ। কারণ তার বদলে দলে জায়গা পাওয়া রিজওয়ানের পারফর্মেন্স অত্যন্ত বাজে।’ লাহোরে ৬ ও ৭ জানুয়ারি ফিটনেস টেস্টের জন্য সরফরাজকে ডাকা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এ মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে তিনটি টি২০ খেলার কথা বাংলাদেশের। ২০১৯ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই খারাপ কেটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরমেটের সিরিজে লজ্জাজনক হার দিয়ে বছর শুরু হয়েছিল পাকিস্তানের। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ আর ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হার। টানা ব্যর্থতার এই ধারা বজায় থাকে বিশ্বকাপেও। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের লীগপর্ব থেকেই বিদায় নেয় সরফরাজবাহিনী। এরপর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি২০তে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয় পাকিস্তানকে। যদিও সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় আজহার আলির দল।
×