ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেদী হাসান হত্যা, মা ও ছেলেসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:৪০, ২৭ ডিসেম্বর ২০১৯

মেহেদী হাসান হত্যা, মা ও ছেলেসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ চাকরির জন্য দেয়া টাকা চাওয়ায় দিনাজপুরে বহুল আলোচিত মেহেদী হাসান হত্যাকাণ্ডে জড়িত মা ছেলেসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলে, দেলোয়ার হোসেন (২৫), তার মা মোছাঃ দেলোয়ারা বেগম (৪৫) ও মোঃ হারুন (৩৫)। র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, চাকরি দেয়ার কথা বলে মেহেদী হাসানের (সনি) কাছ থেকে ৩ বছর আগে ৪ লাখ টাকা নেয় মিজানুর রহমান কিন্তু চাকরি না দিয়ে টাকা আত্মসাত করা হয়। টাকা ফেরত চাইলে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে আত্মগোপন করে। গত ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মেহেদী হাসান দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বোয়ালদাড় গ্রামের মোছাঃ দেলোয়ারা বেগমের বাড়িতে গিয়ে টাকা চাইলে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় মিজানুর রহমানের নির্দেশে গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ও হারুনসহ তার সহযোগীরা মেহেদীকে বেধড়ক মারধর এবং ছোরা দিয়ে মেহেদীর কপালে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে হাকিমপুর থানায় মামলা হয়।
×