ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে চুক্তি হলেও আফগানিস্তানে মার্কিন সেনা রাখবেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৪৭, ৩১ আগস্ট ২০১৯

  তালেবানের সঙ্গে চুক্তি হলেও আফগানিস্তানে মার্কিন সেনা রাখবেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে সেনা সংখ্যা কমানো হলেও সেখান থেকে পুরোপুরি সৈন্য প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ৮৬০০ করা হচ্ছে, কিন্তু মার্কিন বাহিনী সেখানে থাকবেই। এমনকি ১৮ বছরের আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও সামরিক বাহিনীর উপস্থিতি থাকবে। বৃহস্পতিবার ‘ফক্স নিউজ’ বেতারে এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেখানে উপস্থিতি বজায় রাখতে হবে। সেখানে আমরা উপস্থিতি রাখব। আমরা সে উপস্থিতি অনেকটাই কমিয়ে ফেলছি। কিন্তু সেখানে সবসময়ই উপস্থিতি রাখা হবে।’ ট্রাম্প বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ৮৬০০- তে নামিয়ে আনা হচ্ছে। এরপর সেখানে কী ঘটে তা দেখে আমরা মনস্থির করব। আফগানিস্তানে বর্তমানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা সদস্য আছেন। তাদের মধ্যে প্রায় পাঁচ হাজার সেনা জঙ্গীবিরোধী অভিযানে নিয়োজিত। তালেবান গোষ্ঠী বুধবার বলেছে, তারা আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এ চুক্তিতে তালেবান আফগানিস্তানকে অন্য জঙ্গী গোষ্ঠীর আখড়া হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিলে এর বিনিময়ে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা বলা হয়েছে। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, ‘আমরা শীঘ্রই আমাদের মুসলিমদের জন্য, স্বাধীনতাকামী জাতির জন্য সুখবর পাব।’
×